বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের বাজার আবারও বাড়লো সোনার দাম আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অনুমোদন পেছালো বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস প্লে-অফ দৌড়ে ৭ ছক্কায় টিকে রইল ঢাকা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ তীব্র সমালোচনার পর যেসব খাতে প্রত্যাহার হলো ভ্যাট মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা

গাড়ি বোমা হামলা চালিয়ে গুপ্তহত্যার ঘটনায় ইউক্রেনকে দায়ী রাশিয়ার

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৩, ২০২২
Russia accuses Ukraine over car bomb assassination

রাশিয়া শীর্ষ স্থানীয় এক কট্টরপন্থীর কন্যাকে গুপ্তহত্যার ঘটনায় মস্কো সোমবার ইউক্রেনকে দায়ী করেছে। এদিকে কিয়েভ জানিয়েছে, ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরুর পর থেকে তাদের প্রায় ৯,০০০ সৈন্য নিহত হয়েছেন। খবর এএফপি’র।
এফএসবি (ফেডারেল সিকিরিটি সার্ভিস) জানায়, মস্কোর উপকণ্ঠে শনিবারের শক্তিশালী গাড়ি বোমা হামলায় ইউক্রেনের হাত রয়েছে। ওই হামলায় রাশিয়ার আদর্শবাদী আলেকজান্ডার দুগিনের ২৯ বছর বয়সী কন্যা দরিয়া দুগিনা নিহত হন। দুগিন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের একজন কট্টর সমর্থক।
রাশিয়ার বার্তা সংস্থা পরিবেশিত এক বিবৃতিতে এফএসবি জানায়, ইউক্রেনের বিশেষ বাহিনী পরিকল্পিতভাবে এ হামলা চালায়। তারা আরও জানায়, বোমাটি দুগিনার গাড়িতে বেঁধে রাখা হয়েছিল।
এই নির্লজ্জ হামলা ছয় মাসের এ সংঘাতকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার পরিবারের উদ্দেশ্যে দেওয়া এক শোক বার্তায় এ গুপ্তহত্যাকে একটি ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করেন এ সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকারকে হত্যার নিন্দা জানান।
এফএসবি বলেছে, এই হত্যার জন্য দায়ী এক ইউক্রেনিয়ান নারী। ১৯৭৯ সালে জন্ম নেয়া এই নারী দুগিনা যে ভবনে থাকতেন সেই একই ভবনে ভাড়ায় থাকতেন। গাড়ি বোমা বিষ্ফোরণের পরে সে ইইউ’র সদস্য এস্তোনিয়ায় পালিয়ে যায়।
এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ সোমবার তাদের দেশের সৈন্য হতাহতের বিস্তৃত তালিকা প্রকাশ করেছে।
ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভলারি জালুঝনি বলেন, দেশটির শিশুদের প্রতি বিশেষ নজর দেয়া প্রয়োজন কারণ তাদের বাবারা যুদ্ধ করতে গেছেন এবং অনেক সন্তানের পিতা যুদ্ধ নিহত প্রায় ৯,০০০ বীরের মধ্যে থাকতে পারেন।
ইউক্রেনের মৃত্যু সংখ্যা বিষয়ে জালুঝনির মন্তব্য ছিল গত এপ্রিলের পর ইউক্রেনের সামরিক প্রাণহানির প্রথম ইঙ্গিত।
এদিকে রাশিয়ার আগ্রাসন শুরুর ছয় মাস পর বুধবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ