চলমান ১৫তম আইপিএলে দুর্দান্ত খেলছে নতুন দল গুজরাট টাইটান্স। মঙ্গলবার রাতের আগে ৯টি ম্যাচ খেলে আটটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছিলো হার্দিক পান্ডিয়ার দল। আর এতে পয়েন্ট টেবিলের শীর্ষেও জায়গা করে নিয়েছিল। তবে নিজেদের দশম ম্যাচে এসে দ্বিতীয় হার দেখতে হয়েছে টাইটান্সদের।
মঙ্গলবার রাতের ম্যাচে শুরুতে ব্যাটিং করে ১৪৪ রান তুলেছিল গুজরাট টাইটান্স। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ২৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। দশ ম্যাচ শেষে পাঞ্জাবের এটা দ্বিতীয় জয়। শিখর ধাওয়ানরা রইলো টেবিলে পাঁচে।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি গুজরাট। দলীয় ৪৪ রানে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে একাই দলের স্কোর বড় করার পথে এগিয়ে যান সুদর্শন। ৫০ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর অতিরিক্ত খাত থেকে ১৪টি রান আসলেও ১৪৩ রানে থামে গুজরাটের ইনিংস।
জবাবে ব্যাটিংয়ে ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ১ রানে ফিরে যান বেয়ারস্টো। দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে ৫৮ বলে ৮৭ রানে জুটি গড়েন রাজাপাকসা। পরে ধাওয়ানের অপরাজিত ৬২ রানের সঙ্গে লিভিংস্টোনের ১০ বলে ঝড়ো ৩০ রানের সুবাদে ৮ উইকেটের বড় জয় পায় পাঞ্জাব।
৩৩ রান খরচায় ৪ উইকেট নেয়া দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। আজ আইপিএলের ৪৯তম ম্যাচে মুখোমুখি হবে তালিকার ছযে থাকা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও তালিকার শেষে থাকা চেন্নাই সুপার কিংস।