গুম-খুনের বিচারে আন্তর্জাতিক আদালতে যেতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (৩০ এপ্রিল) গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলির পরিবারকে ঈদ উপহার দিতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
মির্জা ফখরুল জানান, দেশের বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় গুম খুনের বিচার চাইতে আন্তর্জাতিক আদালতের স্মরণাপন্ন হতে পারে বিএনপি।
তিনি বলেন, গুমের বিষয়ে সরকারের কোনও উদ্বেগ বা উদ্যোগ নেই। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে আইনশৃক্ষলা বাহিনী দিয়ে বিরোধী মতকে গুম করছে তারা।
বিএনপি মহাসচিব মনে করেন, এখন রাজৈনতিকভাবে দেউলিয়া হয়ে র্যাবের নিষেধাজ্ঞা কাটাতে প্রতিবেশি রাষ্ট্রের সহায়তা চাচ্ছে এ সরকার।
তার মতে, কারো সাহায্য না চেয়ে বাহিনীটির জবাবদিহিতা নিশ্চত করলে সেটা বেশি কাজে লাগতো।