রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

গুলিস্তানে বিস্ফোরণ: অপমৃত্যুর মামলা করল পুলিশ

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ৯, ২০২৩
গুলিস্তানে বিস্ফোরণ: অপমৃত্যুর মামলা করল পুলিশ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় বংশাল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এর আগে (মঙ্গলবার) বিস্ফোরণের ঘটনার পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, ‘ভবন বিস্ফোরণের ঘটনায় ওইদিনই আমরা বংশাল থানায় একটি জিডি করেছিলাম। বুধবার রাতে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি তদন্ত করছে। তারা যদি নাশকতা বা বিস্ফোরক এমন কিছু পায়, তাহলে অন্য মামলা হবে। আপাতত অপমৃত্যুর মামলার আলোকে থানা পুলিশ ঘটনার তদন্ত করবে।’

মঙ্গলবার বিকেলে গুলিস্তানের সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি পাঁচতলা ভবন বিধ্বস্ত হয়। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। তবে কী কারণে এই বিস্ফোরণ তা নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ক্ষতিগ্রস্ত ভবনের সামনের একপাশের রাস্তার যানচলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ, ভারি যানবাহন চলাচলের কারণে বিস্ফোরিত ভবনটি ধ্বসে পড়তে পারে। তবে গুলিস্তান ফুলবাড়িয়া মোড় থেকে বংশালমুখী সড়ক চালু রয়েছে। ওই সড়ক দিয়ে উভয়মুখী যান চলাচল অব্যাহত আছে। এছাড়া বৃহস্পতিবার দক্ষিণ সিটি কপোরেশনের আঞ্চলিক কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে। এরপর কমিটি সিদ্ধান্ত নিবে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলা হবে নাকি রাখা হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ