শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৪ ডিগ্রি তাপমাত্রায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও হামাস নেতাদের কাতার থেকে বের করে দিতে বলল যুক্তরাষ্ট্র

গৃহ নির্মাণে সুদ ছাড়াই ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ২৭, ২০২১

গৃহ নির্মাণে ইসলামি শরীয়াহ্‌ভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। শরীয়াহ্সম্মত সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থার জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ‘মনজিল’ নামক গৃহ নির্মাণে বিনিয়োগসংক্রান্ত এ নতুন ঋণ চালু করেছে।

বিএইচবিএফসির প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন ও শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সামাদ।
সংস্থাটির রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্সের প্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা সদর, উপজেলা সদরের আশপাশের এলাকাকে (পেরি আরবান) বলা হয়।

জানানো হয়, প্রকল্পটি চালু করা হয়েছে ইসলামি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে। ঋণ নিতে পারবেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মেট্রোপলিটন এলাকার বাইরে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা।

এই উদ্যোগকে ‘সময়োপযোগী’ আখ্যা দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ জানান, ইসলামি শরীয়াহ্‌র আলোকে সুদের পরিবর্তে মুনাফাভিত্তিক এ বিনিয়োগ ব্যবস্থার বহুল প্রচারের উদ্যোগ নিতে হবে। তিনি মনজিলসহ বিএইচবিএফসির সেবার মান ও প্রযুক্তিনির্ভরতা বাড়ানোর তাগিদ দেন।
যোগাযোগ করলে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম আজ শনিবার প্রথম আলোকে জানান, গৃহ নির্মাণে অন্যান্য ঋণের ক্ষেত্রে যেসব কাগজপত্র লাগে, এ ক্ষেত্রেও তা-ই লাগবে। বিনিয়োগের হার হবে ৮০: ২০। অর্থাৎ ৮০ টাকা পেতে গেলে ২০ টাকা নিজের থাকতে হবে।

 


এ বিভাগের অন্যান্য সংবাদ