বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্য গোপন করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া তথ্য এখন জাতীয় নিরাপত্তার কৌশলগত অস্ত্র: পরিবেশ উপদেষ্টা আনিসুল হক-মোশাররফ হোসেন রিমান্ডে আসছে সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী ‘দখল-চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়, লক্ষ্য রাখবেন’ গণতন্ত্রের জন্য অবাধ-সুষ্ঠু নির্বাচন জরুরি: রিজভী ‘এসএসএফকে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে’ আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের বিরল রেকর্ড আর কাউকে হারাতে পারছে না ইন্তের মিলানো মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে নজিরবিহীন হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে : ইসরাইল ‘সন্ত্রাসী ইহুদিবাদীদের’ কঠিন জবাব দেবে ইরান: খামেনি ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদে ট্রাম্পের বৈঠক: হোয়াইট হাউস

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

গোপালগঞ্জ সংবাদদাতা
আপডেট : আগস্ট ২৪, ২০২২
গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চার জন নিহত হয়েছে। আজ বুধবার (২৪শে আগস্ট) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর ও সোনাকুড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখ এর ছোট ভাই মোটরসাইকেল আরোহী ফরহাদ শেখ ও রনি খান। তবে পিকআপ এ থাকা নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। অন্য দুর্ঘটনায় মারা গেছেন, রুবিয়া বেগম (৫৫), তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকার মৃত মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, বিকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের আরোহী ফরহাদ শেখ (৩৮) ও রনি খান এবং পিকআপ এ থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপটি জব্দ করেছে পুলিশ।

অন্যদিকে, সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রুবিয়া বেগম (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ