নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (৭ই মার্চ) রাতে উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলো- সোমা আক্তার (৩০), অনিয়া (১০) ও অমর (৫ বছর)
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, রাতে টিন সেডে একটি ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এত ঘরটিতে আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা দুই শিশুসহ মা নিহত হয়। বাবা অলি প্রামাণিককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।