রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে লিটনের সারে

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৫, ২০২৩
গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে লিটনের সারে

ক্রীড়া ডেস্ক: প্র‍থম কোয়ালিফায়ারে দল সারে জাগুয়ার্স দারুণ ভাবে ম্যাচ জিতে নিশ্চিত করেছে গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনাল। তবে দলের এমন জয়ের দিনে কথা বলেনি লিটন দাসের ব্যাট। যেন মন্থর মতো আচরণ করেছে উইকেট। তবে অল্প পুঁজি নিয়েও লড়াই করে শেষ হাসি হেসেছে সারে।

ব্রাম্পটনের সিএএ সেন্টারে টস হেরে আগে ব্যাট করতে নামে সারে ৯ উইকেটে ১৩৯ রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয় ভ্যাঙ্কুভার নাইটস। বোলাররা ম্যাচ নিয়ন্ত্রণে রেখে জিতিয়েছেন ম্যাচটি। সারে জয় পেয়েছে ৩৮ রানে।

ব্যাটিংয়ে শুরু থেকে দাপট দেখাচ্ছিল সারে । পাওয়ার প্লেতে ৪৫ রান সংগ্রহ করে ফ্র‍্যাঞ্চাইজুটু। কিন্তু তারপরই খেই হারিয়ে ফেলে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ইফতিখার আহমেদ। এছাড়া আয়ান খান ২৯ রান করেন। লিটন নিজেকে মেলে ধরতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৬ রান।

নাইটসের হয়ে জুনাইদ সিদ্দিক সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। রুবেন ট্রাম্পেলমেন ও কার্তিক মায়াপ্পান দুটি করে উইকেট নিয়েছেন।

১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে নাইটস গুটিয়ে যায় মাত্র ১০১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ফাবিয়ান অ্যালেন। জাগুয়ার্সের হয়ে ম্যাথু ফ্রড ২.৪ ওভার বল ঘুরিয়ে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ