বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট সিরিজটিকে বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে ইংল্যান্ড। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ ক্রিকেট। তাই বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি ইংলিশদের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধিনায়ক জস বাটলার। ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। ভারত এবং বাংলাদেশের কন্ডিশন প্রায় একই হওয়ায় এই সিরিজ দিয়েই তারা বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায়।
এদিকে, ২০১৬’র পরে ঘরের মাঠে কোন দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারেনি বাংলাদেশ। সাম্প্রতিক পরিসংখ্যান তো পক্ষে আছেই, সেই সাথে হোম কন্ডিশনের সুবিধাও কাজে লাগাতে চায় স্বাগতিকরা। উপমহাদেশের বাইরের দলগুলো বরাবরই স্পিনিং উইকেটে খেলতে কিছুটা অসুবিধায় পড়ে। প্রতিপক্ষ দলের এই দূর্বলতা কাজে লাগিয়ে বাংলাদেশ সিরিজ জিততে চায়।
অন্যদিকে, ইংলিশদের বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী পহেলা মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দু’দলের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।