ঘরের মাঠে পুড়ে ছাই ক্লেমোঁ

- আপডেট সময় : ০১:৫১:৩২ অপরাহ্ণ, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
মেসি, নেইমার, এমবাপে আগুনে ঘরের মাঠে পুড়ে ছাই ক্লেমোঁ। নেইমার এমবাপের গোলের হ্যাটট্রিক করলেও অ্যাসিস্টে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা।
মাত্র ছয় মিনিটে নেইমার জাদুতে লিড নেয় পিএসজি। স্কোরশিটে নাম লিখিয়ে জানান দেন এখনো শেষ হয়ে যাননি ব্রাজিলিয়ান তারকা। ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। তবে প্রথমার্ধে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত স্বাগতিকদের। স্কোরার জোদেল দোসু।
তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১২ মিনিটের মধ্যে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। শুরুটা নেইমারের স্পট কিক দিয়ে। এর পর জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কিলিয়ান এমবাপে। মৌসুমে ৩১ গোল ফরাসি তারকার।
শুরুর মতো শেষটায় নেইমার। সমালোচনার জবাব হ্যাটট্রিক করেই দিলেন ব্রাজিলিয়ান এই তারকা। ৬-১ ব্যবধানে জেতা নিশ্চিত হয় কোচ মরিসিও পচেত্তিনোর দলের।
এই জয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল পিএসজি। বর্তমানে দলটির অর্জন ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট। লিগ ওয়ানের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রেনে ও মার্শেই দুই দলই ৫৬ পয়েন্ট অর্জন করেছে।