মানিকগঞ্জের ঘিওর উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে পহেলা মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বিশাল র্যালি ঘিওর বাজার বিভিন্ন স্থান প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় ।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা। । ঘিওর উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আতোয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান দরজী লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম লেবু, ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।