সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি হাঁকিয়েছেন সেঞ্চুরি। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্টেও হাঁসছে তার ব্যাট। মিস্টার ডিপেন্ডেবল জ্বলে উঠলেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও। হাঁকিয়েছেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।
মাত্র ২৪ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন। এরপর পড়ে আরও একটি উইকেট। তখন বাংলাদেশ ২৪/৫। এমন বিপর্যয় কাটাতে ধৈর্য, মনোযোগ দিয়ে ব্যাটিং করে গেছেন মুশফিক আর লিটন। আর তাতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অন্যদিকে, লিটনের পর মুশফিকের সেঞ্চুরি। চট্টগ্রামের পর ঢাকাতেও শতক হাঁকালেন মুশফিক।
লিটন মাঝে মধ্যে আক্রমণ করলেও মুশফিককে কোনও ঝুঁকিই নিতে দেখা যায়নি। ১১২ বলে ফিফটি পেয়েছেন মুশি। সেঞ্চুরি পূর্ণ করেছেন ২১৮ বলে। ২১৮ বলে ১১টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার।
৮১ টেস্টের ক্যারিয়ারে মুশফিকের এটা নবম সেঞ্চুরি। এর আগে ১৮ ইনিংসে সেঞ্চুরিহীন থাকা মুশফিক পরপর দুই ইনিংসে পেলেন দুই সেঞ্চুরি। ষষ্ঠ উইকেটে ২২৪ রান তুলে এখনো অবিচ্ছিন্ন লিটন দাস-মুশফিকুর রহিমের জুটি। টেস্টে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি।