সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন বাংলাদেশে আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

চট্টগ্রামের ৫০টি গ্রামে শনিবার কুরবানির ঈদ

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৮, ২০২২
চট্টগ্রামের ৫০টি গ্রামে শনিবার কুরবানির ঈদ

চাঁদ দেখার উপর নির্ভর করে দেশে কুরবানির ঈদ উদযাপিত হবে আগামী রবিবার (১০ জুলাই)। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার (৯ জুলাই) চট্টগ্রামের ৫০ গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা অন্যান্য বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করবেন। সকাল ১০টায় দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে মুফতি ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান জামাতে ইমামতি করবেন। ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন করেছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদগণ এতে অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জাখীল দরবার শরীফের মুরিদ নজমুল করিম চৌধুরী দুলাল। ঈদের নামাজের পর পশু কোরবানি দেওয়া হবে।

মির্জাখীল দরবার শরীফ সূত্র জানায়, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, মাদার্শা, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বী, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ শনিবার ঈদুল আজহা উদযাপন করবেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ