চট্টগ্রামের কাট্টলীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আকবর শাহ থানার পরিদর্শক এম সাকের আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এসআই নুরুল আলম আশেক জানান, দগ্ধ ছয়জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।