চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারের ‘আল বয়ান’ রেস্তোরাঁ থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মী সন্দেহে ৪৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মে) রাত ১১টায় কোতোয়ালী থানার টেরিবাজারের ‘আল বয়ান’ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছেন, আটককৃতদের মধ্য কতজন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, কে, কোন পদে আছেন- এসব যাচাইবাছাই করা হচ্ছে।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির জানান, ‘আল বয়ান’ রেস্তোরাঁয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা জমায়েত হওয়ার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় সেখান থেকে ৪৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আটককৃতদের মধ্যে আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের সভাপতিসহ বিভিন্ন পদের নেতারা আছেন। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি বিষয় তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।