সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ উদ্বিগ্ন ভারত, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ১৮, ২০২৪
চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে পাকিস্তানি জাহাজে পণ্য পরিবহন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ নিয়ে ভারতের মিডিয়া যেভাবে সংবাদ প্রচার করছে, তা নিয়ে সোচ্চার থাকা উচিত বাংলাদেশি মিডিয়ার। এছাড়াও আগামীকাল মঙ্গলবার নিজে চট্টগ্রাম যাবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ সোমবার (১৮ নভেম্বর) ১৬ই ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

গত সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামে সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হওয়ার পর গত বুধবার (১৩ নভেম্বর) জাহাজে করে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই ঘটনাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন দিক হিসেবে দেখা হলেও ভারত এতে উদ্বিগ্ন। তারা মনে করছে, বাংলাদেশ ও পাকিস্তানের এমন ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিজয় দিবস যেন ভালোভাবে উদযাপন করা যায়, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সে জন্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ভেতর একটা কোঅর্ডিশন- এ ব্যাপারে আলোচনা হয়েছে।”

তিনি বলেন, “বিজয় দিবস ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যা নেই এবং যারা ওখানে যাবে তাদের জন্য রাস্তাঘাট বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা যাতে ভালো থাকে সে ব্যাপারে আলোচনা হয়েছে। অনেক সময় দেখা যায়, জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেটার রং একেক জায়গায় একেক রকম। এটা যেন না হয় এবং একই রঙের পতাকা হয় এবং আমাদের যে সরকারি স্ট্যান্ডার্ড দেওয়া আছে সেটার মাপে হয় এবং আলোকসজ্জা যেন ভালোভাবে হয়।”

এসময় চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজের আগমন নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরেজমিনে গিয়ে মন্তব্য করবেন তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ