শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে সহজ জয় রংপুরের

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২৪
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে সহজ জয়ে রংপুরের

এবারের বিপিএলে দাপুটে ক্রিকেট খেলছে রংপুর রাইডার্স। যদিও প্রথম তিন ম্যাচের দু’টিতে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল রংপুর। তবে শেষ পাঁচ ম্যাচে টানা জয় নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব-সোহানদের দলটি। রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ তো টুর্নামেন্টের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ছে। ৫৩ রানের বড় জয় পেয়েছে আজ।

শনিবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২১১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় চট্টগ্রাম। রেজা হেনড্রিকসের ফিফটি ও জিমি নিশামের ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতে ভেলকি দেখান সাকিব।

এদিন রংপুরকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও রেজা হেনড্রিকস। ৬১ রানের মাথায় রনি ফিরে গেলে সাকিব আল হাসানকে নিয়ে বিধ্বংসী জুটি গড়েন রেজা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৬০ রান যোগ করে এই জুটি।

সাকিব ১৬ বলে ২৭ এবং রেজা ৪১ বলে ৫৮ রান করে ফিরে গেলে দলের হাল ধরেণ অধিনায়ক সোহান ও জেমি নিশাম। এই দুই ব্যাটারের ৫১ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২১১ রানের বিশাল সংগ্রহ পায় রংপুর। নিশাম ২৬ বলে ৫১ এবং সোহান ২১ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন। চট্টগ্রামের হয়ে সালাউদ্দিন শাকিল ২টি উইকেট নেন।

২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। চট্টগ্রামের হয়ে সৈকত আলী সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া শুভাগত হোম ৩১ এবং কার্টিস ক্যামফার ২৪ রান করেন। রংপুরের হয়ে সাকিব ও নিশাম ২টি করে উইকেট নেন।

আট ম্যাচ শেষে ২ হারের বিপরীতে ৬টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। ৭ ম্যাচে ২ হারের বিপরীতে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আট ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে চট্টগ্রাম আছে তিনে।


এ বিভাগের অন্যান্য সংবাদ