চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর অপসারণের দাবি

- আপডেট সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে হওয়া গুম ও হত্যাকান্ডের বিচার চেয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। দাবি জানিয়েছেন, জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের জন্য স্বাধীন কমিশন গঠনের পাশাপাশি রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে তাঁর কবর সরানোর। সকালে চন্দ্রিমা উদ্যানের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। এসময় বক্তারা বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার মুখোশ পড়ে পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন।
১৯৭৭ সালে সেনা বিদ্রোহের নামে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুতির শিকার হওয়া সেনা ও বিমান কর্মকর্তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে রাজধানীতে মানববন্ধন করেন। চন্দ্রিমা উদ্যানের সামনে এই কর্মসূচির আয়োজন করে ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠন।
এসময় জেনারেল জিয়ার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ তুলে তাঁর মরণোত্তর শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এজন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনসহ ৭ দফা দাবি জানানো হয়।
সে সময় বিচারের নামে যারা ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি হারিয়েছেন তাদের নির্দোষ ঘোষণার পাশাপাশি সরকারি সব সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান মে. জে. (অবসরপ্রাপ্ত)হেলাল মোর্শেদ খান, মাহবুব উদ্দিন আহমেদ, নাহিদ এজাহার খান।
এসময় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন। তার গঠিত দলের রাজনীতি করার অধিকার নেই।
মানববন্ধন শেষ একটি মিছিল বের হয়। যা আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।