রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পেনশন স্কীমে ব্যাপক সাড়া, ৩দিনে ৪০ হাজার আবেদন, ২ কোটি টাকা জমা ডিজিটাল ব্যাংক স্থাপনে ৫২ আবেদন, উপযোগিতা নিয়ে প্রশ্ন প্রধান তিন দলের নেতাদের সঙ্গে বৈঠক, চীনের খপ্পড়ে বাংলাদেশ পড়েছে কি না প্রশ্ন দুই কংগ্রেস সদস্যের বাড়তি দর নিয়ন্ত্রণে পেঁয়াজ-কাঁচা মরিচের পর এবার ডিম আমদানির পরিকল্পনা ১৬ বছরে ১০ বার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ১২ তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার তাগিদ প্রধানমন্ত্রীর শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন যারা শেখ কামালের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ‘বিএনপি চোরা পথে ক্ষমতায় যেতে চায়’ ‘১৫ই আগস্টের হত্যাকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে’ বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ, চালু হবে সেপ্টেম্বরে! সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বাড়ায় ঝুঁকির মুখে সামুদ্রিক প্রাণী লটারিতেই একাদশে ভর্তি, বেড়েছে রেজিস্ট্রেশন ফি জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

চাকরি হারাচ্ছে না সুমন রেজার, ছাড়পত্র দিয়েছে বিমান বাহিনী

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩১, ২০২২
চাকরি হারাচ্ছে না সুমন রেজার, ছাড়পত্র দিয়েছে বিমান বাহিনী

জাতীয় দলে যোগ দিতে চাকরি হারাতে হচ্ছে না সুমন রেজাকে। ছাড়পত্র দিয়েছে বিমান বাহিনী। এর ফলে আপাতত কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে আর কোনও ঝামেলায় পড়তে হচ্ছে না তাকে।

মঙ্গলবার (৩০ আগস্ট) তাকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ছাড়পত্র প্রদান করে বাংলাদেশ বিমান বাহিনী।

এর আগে বাংলাদেশের জার্সিতে খেলতে গত রোববার (২৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর চাকরি থেকে অব্যাহতিপত্র দেন স্ট্রাইকার সুমন রেজা। কিন্তু তার সেই অব্যাহতিপত্র গ্রহণ করেনি বিমান বাহিনী কর্তৃপক্ষ।

জানা যায়, বাংলাদেশ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলাকালীন অনুষ্ঠিত হবে আন্তঃবাহিনী ফুটবল টুর্নামেন্ট। জাতীয় দলে খেলতে না দিয়ে বিমান বাহিনীর জার্সিতে খেলতে বলেছিল প্রতিষ্ঠানটি।

এমন পরিস্থিতিতে সুমন রেজা জাতীয় দলকেই বেছে নিয়ে বিমান বাহিনীর চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন। কিন্তু তার সেই অব্যাহতিপত্র গ্রহণ করেনি বিমান বাহিনী কর্তৃপক্ষ। বাফুফেকে দেয়া বাংলাধেশ বিমান বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সচিব উইং কমান্ডার মো. মইনুল আলম সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনীর ফুটবল খেলোয়াড় সৈনিক সুমন রেজাকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচসমুহে অংশগ্রহণের নিমিত্তে আয়োজিত প্রশিক্ষণ ক্যাম্পে যোগদান করার জন্য ছাড়পত্র প্রদান করা হলো।

সুমন রেজা ২০১৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। পরের বছর প্রতিষ্ঠানটি হয়ে খেলা শুরু করেন তিনি। ২০১৬ সালে আন্তঃবাহিনী ফুটবলে নজর কেড়েছিলেন টাঙ্গাইলের এই ফুটবলার। তারপর দ্রুতই খুলে যায় জাতীয় দলের দরজাটা। এছাড়াও প্রিমিয়ার লিগে উত্তর বারিধারা হয়ে এখন তার ঠিকানা বসুন্ধরা কিংস।

সবশেষ মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে ১৬ ম্যাচে ৪ গোল করেন সুমন রেজা। দেশিয় ফুটবলারদের মধ্যে তার চেয়ে বেশি গোল করেছেন শুধু নাবিব নেওয়াজ জীবন। ১৭ ম্যাচে ৫ গোল করা আবাহনী তারকাকে অবশ্য জাতীয় দলের জন্য বিবেচনা করেননি কোচ ক্যাবরেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য সংবাদ