শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের কমিটি গঠন ৫ আগস্ট আসছে সরকারি ছুটি মাদক নির্মূলে সাহসিকতার সঙ্গে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে: কমিশন ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, সতর্কতা না হলে বিপদ জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: আব্দুস সালাম ট্রুথ কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি শাহাবুল হত্যা: সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ফেব্রুয়ারিতে ভোটের সময় ধরে এগোচ্ছে বিএনপি ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার বৈঠক

চাঞ্চল্যকর মিতু হত্যার মূল পরিকল্পনাকারী বাবুল

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৪, ২০২২
বাবুল আক্তারের দুই শিশুর জবানবন্দি নেয়ার নির্দেশ

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা মিতু হত্যার মূল পরিকল্পনাকারী তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। একজন বিদেশি নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে কলহের কারণে তিন লাখ টাকা খরচে স্ত্রী মিতুকে খুন করান বাবুল। প্রচার করেন জঙ্গি হামলা হিসেবে। প্রস্তুত হওয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে এসব তথ্য। যা আদালতে জমা দেয়া হবে শিগগিরই। যাতে বাবুলসহ আসামি ৭ জন।

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা মিতুর হত্যা মামলার তদন্ত শেষপর্যন্ত গুছিয়ে এনেছে পিবিআই। সহসাই দেয়া হবে অভিযোগপত্র।

অভিযোগপত্রে, মিতু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখানো হচ্ছে তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে। বলা হয়, তিনিই তার বিশ্বস্ত সোর্স মুসাকে কাজে লাগিয়ে তিন লাখ টাকার বিনিময়ে খুন করান মিতুকে। নিজেকে আড়াল করতে প্রচার করেন জঙ্গি হামলা হিসেবে। যে কারণে মামলার বাদী বাবুল আক্তারকে করা হয় প্রধান আসামি। তিনিসহ মোট সাতজনকে অভিযুক্ত করা হচ্ছে অভিযোগপত্রে।

হত্যার কারণ হিসেবে বলা হয়, বিদেশি নাগরিক গায়েত্রী অমর সিংয়ের সঙ্গে বাবুলের পরকীয়া সর্ম্পক। যার বেশ কিছু তথ্য প্রমাণ পায় তদন্তকারী সংস্থা। তাদের সম্পর্কের ব্যাপারে জেনে যান মিতু। যা নিয়ে সৃষ্টি হয় পারিবারিক কলহ। এ কারণে মিতুকে খুন করান বাবুল।

অভিযোগপত্রে কোনো ত্রুটি নেই, বাধা নেই আদালতে দাখিলে, এমন মত রাষ্ট্রপক্ষের কৌসুলির।

অভিযোগপত্রে সাক্ষী থাকছে ৯৭ জন। এতে দায় স্বীকার করে জবানবন্দী আছে তিনজনের। বাবুল আক্তারসহ চারজন আছেন কারাগারে। জামিনে আছে ভোলা। হদিস মেলেনি মুসা ও কালুর। ২০১৬ সালের পাঁচ জুন নগরীর জিইসি মোড়ে খুন হন মাহমুদা মিতু।


এ বিভাগের অন্যান্য সংবাদ