চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী মারা গেছে। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৮ মাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খাম্বা বোঝায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সরকারি ভেটেরিনারি কলেজের ভিপিসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন, কলেজের ভিপি মুরাদ, তৌহিদ ও শমরেশ ।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ সহকারী-পরিচালক শামিমুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে একটি মোটরসাইকেলে করে ৩ জন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পোল বোঝাই ট্রাকে সজোরে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেল । এতে তারা ৩ জনই ঘটনাস্থলেই মারা যান।
বাস চাপায় যশোরে প্রাণ গেছে আরও তিন মোটরসাইকেল আরোহীর। নিহত তিনজনই নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। স্থানীয়রা জানায়, এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)।
এদিকে, মাদারীপুরের রাজৈরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে দু’জন। শুক্রবার রাত সাড়ে ৮টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল জানান, রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন রাজৈর বাজিতপুর ইউনিয়নের মোলাদী বাজিতপুরের কালু মাতুব্বরের ছেলে পলাশ মাতুব্বর। নিহত নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ হরা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম (২৫) বরিশাল রেঞ্জের পুলিশ সদস্য।
গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসিরউদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাগেরহাটে যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাছটি ভেঙে গিয়ে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুল আলীমসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।