পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে চার দিন ভর্তি থাকার পর রোববার (১ মে) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বাড়ি ফেরার পর নেটমাধ্যমে ভক্তদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ধর্মেন্দ্র বলেন, বন্ধুরা, বাড়াবাড়ি কিছু করবেন না। আমি করেছি এবং ভুগেছি। পিঠে বড্ড যন্ত্রণা হয়েছিল। তা হাসপাতালে ছিলাম কিছু দিন। চার দিন খুবই কষ্ট হয়েছে। যদিও এখন আমি সুস্থ আছি। এ বার থেকে সতর্ক থাকব।
দিন চারেক আগে পিঠে হ্যাঁচকা টান লেগে অসহ্য যন্ত্রণা শুরু হয় ধর্মেন্দ্রর। এরপর রুটিন পরীক্ষার জন্যই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলে তাকে ভর্তি করে নেওয়া হয়। পরে ‘শোলে’-র বীরুকে আইসিইউ-তেও ভর্তি করা হয়।
যদিও ধর্মেন্দ্রর পারিবারের ঘনিষ্ট এক সূত্র জানায়, তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শিগগির তাকে ছেড়ে হাসপাতাল থেকে দেওয়া হবে।
প্রবীণ এই অভিনেতা এখনো বলিউড ছাড়েননি। রনবীর সিং ও আলিয়া ভাট অভিনীত রকি অর রানি কি প্রেম কাহানীতে তিনি অভভিনয় করেছেন। একই ছবিতে আছেন জয়া বচ্চন ও শাবানা আজমি। এছাড়া তার দুই ছেলে সানি ও ববি দেওলের সঙ্গে আপনে ২ ছবিতেও অভিনয় করেছেন। দুটি ছবিই এখনো মুক্তির অপেক্ষায়।