তৃতীয়বারের মত চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হলো ম্যাংগো স্পেশাল ট্রেন। আজ সোমবার (১৩ই জুন) বিকেলে জেলার রহনপুর রেলস্টেশন থেকে বিশেষ এই ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারেনটেনডেন্ট শহিদুল ইসলাম।
এ সময় শহিদুল ইসলাম জানান,‘ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে নিয়মিত চাহিদা অনুযায়ী ছেড়ে যাবে। সরকারের আয় নয়; আম চাষী, ব্যবসায়ী ও আড়তদাররা যাতে স্বল্প খরচে দেশের বিভিন্ন প্রান্তে আম পরিবহন করতে পারে সে উদ্দেশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষ এই ট্রেন সেবা তৃতীয়বারের মত চালু করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিবিদ, সুশীল সমাজ ও রেলের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। রেল বিভাগ জানিয়েছে সোমবার প্রথম দিন জেলা থেকে ৭৬৪৫ কেজি আম নিয়ে ছেড়েছে ট্রেন।