চাহিদা মতো আইএমফের ঋণ পাচ্ছি : অর্থমন্ত্রী

- আপডেট সময় : ১১:০১:২২ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মুদ্রা তহবিল –আইএমএফ’র কাছ থেকে সাত কিস্তিতে, মোট সাড়ে চারশ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ। আসছে বছরের ফেব্রুয়ারিতেই পাওয়া যাবে প্রথম কিস্তির টাকা। সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এসব জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আলাদা ব্রিফিংয়ে আইএমএফ প্রতিনিধি জানায়, ঋণ দিতে প্রস্তুত হলেও, এদেশের অর্থনীতির স্বার্থেই বেশ কিছু জায়গায় সংস্কার প্রয়োজন আছে।
জুলাই মাসের শেষের দিকে আন্তর্জাতিক মুদ্র তহবিল- আইএমএফের কাছে চারশ৫০ কোটি ডলারের ঋণের আবেদন করে বাংলাদেশ।
এ নিয়ে আলোচনা করতে, গত ২৬ অক্টোবর ঢাকায় আসে আইএমএফ প্রতিনিধি দল। দু’সপ্তাহে বাংলাদেশ ব্যাংক, পরিসংখ্যান ব্যুরো ও সংশ্লিষ্ট দপ্তরের সংগে কয়েক দফা বৈঠক করে তারা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার বৈঠক শেষে জানানো হলো, আগামী বছর ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি দেয়া হবে চারশ৪৮ মিলিয়ন ডলার। বাকি ছয় কিস্তিতে ৬ মাস পরপর ছয়’শ৬০ মিলিয়ন ডলার করে ২০২৬ সাল পর্যন্ত বাকি অর্থ পাওয়া যাবে। মন্ত্রী বলেন, আর্থিক খাত, রাজস্ব খাতের জন্য বেশ কিছু সংস্কার প্রস্তাব করেছে আইএমএফ, যেগুলো আগে থেকেই সরকার কাজ শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, চারটি লক্ষ্য নিয়ে এবার ঋণ পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে দেশে আমেরিকান ডলারের রিজার্ভ আছে ৩৪ দশমিক ৩ বিলিয়ন।
পরে আলাদা সংবাদ সম্মেলনে, আইএমএফ প্রতিনিধি দলের প্রধান রাহুল আনান্দ জানান, নীতিগত ভাবে ঋণ দিতে প্রস্তুত।
বৈশ্বিক সংকটের সাথে বাংলাদেশের মূল্যস্ফীতি আরো বাড়তে পারে বলে মনে করে আইএমএফ।