মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫ বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায় ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের

চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা

মৌলভীবাজার সংবাদদাতা
আপডেট : আগস্ট ২২, ২০২২
চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা

মজুরি বাড়ানোর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চা শ্রমিকরা। রোববার রাতে মৌলভীবাজারে জেলা প্রশাসকের সাথে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান চা শ্রমিক ইউনিয়নের নেতারা। তবে, এখন পূর্বের ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরছেন তারা। চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে তাদের মজুরি বাড়ানো হবে। দ্রুতই ঘোষণা করা হবে নতুন মজুরি। তাই কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে কাজে যোগ দেবেন তারা।

গতকাল রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ি এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের আশ্বাস দেয়া হয়েছে, তাদের দাবির সাথে সঙ্গতি রেখে মজুরি বাড়ানো হবে। এর প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা।

দৈনিক মজুরি ৩শ’ টাকা করার দাবিতে গত ১৩ই আগস্ট থেকে টানা কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। দাবি দাওয়া নিয়ে কয়েক দফা আলোচনা শেষে দৈনিক মজুরি ১৪৫ টাকা করার পর শনিবার কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছিলো। কিন্তু, এই সিদ্ধান্তে শ্রমিকদের সব পক্ষ একমত না হওয়ায় আবারও কর্মবিরতিতে যায় শ্রমিকরা। পরে রোববার আবারও শ্রমিকদের সাথে বৈঠকে বসেন মৌলভীবাজার জেলা প্রশাসন।


এ বিভাগের অন্যান্য সংবাদ