বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে শুক্রবার (৬ মে) সকাল ১০টায় দেশ ছাড়েন টাইগার পেসার তাসকিন আহমেদ। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস যাওয়ার কথা নিশ্চিত করেন তিনি নিজেই। তাসকিন লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন।’
লন্ডনে তাসকিনের জন্য আগে থেকেই অপেক্ষা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার তত্ত্বাবধানে থেকেই চিকিৎসা সারবেন এই পেসার।
এদিকে কাঁধের ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান তাসকিন। ডারবানে প্রচণ্ড ব্যথা নিয়েই খেলেছিলেন প্রথম টেস্ট ম্যাচ। তবে চোটের অবস্থা গুরুত্বর থাকায় সিরিজের মাঝ পথেই থামতে হয় তাসকিনকে।