বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ বেড়েই চলেছে চীনে। বুধবার করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে। মহামারি শুরুর পর এটি সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেশটিতে।
এদিকে সাংহাইয়ে লকডাউন স্বত্বেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এ বছর মার্চ পর্যন্ত কর্তৃপক্ষ স্থানীয়ভাবে লকডাউন, গণপরীক্ষা এবং আন্তর্জাতিক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দৈনিক সংক্রমণ কম রাখতে পেরেছে। কিন্তু সম্প্রতি দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলছে, বুধবার নতুন করে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি।
আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন।
২০১৯ সালে করোনার প্রথম প্রাদুর্ভাব ঘটে চীনে। সেখান থেকেই সারাবিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সূত্র : এনডিটিভি