চীনে ভবন ধসে নিহত ৫৩

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৩:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ৬ মে ২০২২ ৩২ বার পড়া হয়েছে
চীনে চাংশা নগরীতে একটি ভবন ধসের ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি শুক্রবার এসব তথ্য জানায়। খবর রয়টার্সের।
সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত বের করে এনেছেন উদ্ধারকারীরা। ভবনটি ধসে পড়ার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। গ্রেফতার ৯ জনের মধ্যে দুর্ঘটনার জন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ হলো ভুল নথিপত্র সরবরাহ করার।