শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের চোখ আটকে আছে – ৩০৮! তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের আগামী মঙ্গলবার নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা পূর্বাঞ্চলের বন্যায় ২০ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে বিএনপি গাছ কাটা থেকে পরীক্ষা সবখানেই রূপার ভাগ রাঙামাটিতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি ‘ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ারা কোথায়’ বিএনপির ত্রাণ তহবিলে এখনও ৭ কোটি টাকা জমা রয়েছে : ডা. জাহিদ মাধ্যমিক পর্যায়ে এখনো ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে! কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স শামীম হত্যা: জাবির ৮ শিক্ষার্থীর নামে মামলা খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, ১৪৪ ধারা জারি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪০

চূড়ান্ত সেমিফাইনালের লাইনআপ, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুলাই ২৫, ২০২৪
শ্রীলংকার পরিবর্তে আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ

এক আসর পর নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ। মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে পৌঁছে গেছে শেষ চারে। নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তোলে বাংলাদেশ। মুর্শিদা ও নিগার পেয়েছেন ফিফটির দেখা। জবাবে ৭৭ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।

প্রথম ম্যাচ হারলেও পথ হারায়নি বাংলাদেশ। থাইল্যান্ডের পর মালয়েশিয়াকেও হারাল হেসে-খেলে। নিশ্চিত করল সেমিফাইনাল।ডাম্বুলায় টস জিতে শুরু থেকে রানরেট বাড়িয়ে নেয়ার চেষ্টা বাংলাদেশের। মারমুখী দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলেন ৫১ রান।

২০ বলে ৩৩ করে দিলারা আউট হলেও রানের গতি ধরে রাখেন মুর্শিদা। অধিনায়ক নিগার সুলতানার সাথে গড়েন ৮৯ রানের জুটি। বড় স্কোরের ভীত তৈরি করে দিয়ে ৮০ রানে থামেন মুর্শিদা। ৫৯ বলের ইনিংসটা সাজানো ১০ চার ও এক ছক্কায়।

নিগার আরও আক্রমণাত্মক। তিনিও তুলেছেন ফিফটি। রুমানাকে নিয়ে ৩৭ রানের পার্টনারশিপ। নিগার ৩৭ বলে অপরাজিত ৬২ রানে। টি-টোয়েন্টিতে বাংলাদেশ গড়ে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড।

ব্যাটারদের পর বোলারদের কাজটা সহজ। দাঁড়াতেই দেননি মালয়েশিয়া ব্যাটারদের। ২০ ওভার ব্যাট করেও ৮ উইকেটে ৭৭ রানের বেশি করতে পারেনি।

শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে নিশ্চিত হলো সেই সেমিফাইনালের লাইনআপ। টি-টোয়েন্টি ফরম্যাটের নারী এশিয়া কাপের দুই সেমিফাইনালই হবে আগামী ২৬ তারিখ, শুক্রবার। দিনের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগ্রেসদের। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা।


এ বিভাগের অন্যান্য সংবাদ