শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৫, ২০২২

এ যেন ফেব্রুয়ারির পুনরাবৃত্তি! ওয়েম্বলি স্টেডিয়ামে ফেব্রুয়ারিতে কারাবাও কাপের ফাইনালে টাইব্রেকার চেলসিকে হারিয়ে হারিয়ে জয়ী হয়েছিল লিভারপুলের। এবার একই মাঠে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয় এ দুই দল। খেলা গড়ায় টাইব্রেকারে। পরে ৬-৫ গোলের ব্যবধানে চেলসিকে হারিয়ে এফএ কাপের চ্যাম্পিয়ন হয় লিভারপুল। এতে এই মৌসুমেই দুই ফাইনালে লিভারপুলের কাছে টাইব্রেকারে হারের হতাশায় নিমজ্জিত হয় চেলসি।

এর আগে নির্ধারিত সময় দুদলের কেউ গোল করতে না পারলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেসময়ও গোলশূন্য থাকে এই দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করে লিভারপুল।

৭টি করে শট নেয় এ দুই দল। সপ্তম শটে গিয়ে সাডেন ডেথে গোল করলেন কনস্টান্টিনোস সিমিকাস। তার গোলের পরই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে। এবার চেলসিকে হারিয়েই ৮ম বারের মত এফএ কাপ জিতলো অল রেডরা।

খেলার কিছুক্ষণ বাদেই গোলের সম্ভাবনা তৈরি করেছিল লিভারপুল। লুইজ ডিয়াজের শটে হতে যাওয়া গোলটি শেষ মুহূর্তে বাঁচিয়ে দেন এডুয়ার্ডো মেন্ডি। অল রেডদের চাপের মুখে চেলসিও কাউন্টার অ্যাটাকে সুযোগ পেয়েছিল গোল করার। ৩৩ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলের সেরা তারকা মোহাম্মদ সালাহকে। এ সময় তার পরিবর্তে মাঠে নামানো হয় দিয়েগো জোতাকে। পরে দ্বিতীয়ার্ধে দুই দলই কিছু সুযোগ পেলে তা কাজে লাগাতে পারেনি কেউই।

অতিরিক্ত সময়ের খেলায় লিভারপুল আবারও ধাক্কা খায়। ডিফেন্ডার ভিরজিল ফন ডাইক ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন। ১২০ মিনিট পর্যন্ত কেউ কারো জালে বল জড়াতে পারেননি।


এ বিভাগের অন্যান্য সংবাদ