চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

- আপডেট সময় : ০৯:২৪:১৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ ২১০ বার পড়া হয়েছে
রাজধানীর সবুজবাগে চোর সন্দেহে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। হত্যার শিকার যুবকের নাম হৃদয় (২৭)।
বৃহস্পতিবার রাতে বাসাবো খেলার মাঠের কাছে একটি নির্মাণাধীন ভবনে স্থানীয়রা ‘চোর সন্দেহে’ তাকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, হৃদয়কে চোর সন্দেহে মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। রাত তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহত হৃদয়ের লাশ ময়নাতদন্ত করা হবে।
এসআই আনোয়ার হোসেন জানান, হৃদয় মারধরের কারণে মারা গেছেন, নাকি অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।