বরুশিয়ার সিগনাল ইদুনা পার্ক কয়েক মাস আগেও আর্লিং হালান্ডের কাছে ছিল ঘরের মাঠ, আপন মাঠ; কিন্তু মঙ্গলবার তিনি এখানে এলেন শত্রু হয়ে। প্রতিপক্ষ হয়ে।
স্বাভাবিকভাবেই মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে থাকার কথা তার। কিন্তু ম্যাচের আগেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি। তবুও পেপ গার্দিওলা তাকে মাঠে নামান। কিন্তু প্রথমার্ধের পর আর মাঠেই নামালেন না হালান্ডকে।
ফলে গোলশূন্য থাকতো হলো এরই মধ্যে গোল মেশিন আখ্যা পেয়ে যাওয়া আর্লিং হালান্ডকে। গোলশূন্য থাকতে হলো ম্যানচেস্টার সিটিকে। বরুশিয়া ডর্টমুন্ডও গোল করতে পারলো না। সুতরাং, নির্ধারিত ৯০ মিনিট পর খেলা শেষ হলো গোলশূন্য ড্র-এর মাধ্যমে।
ম্যানসিটি জয় না পেলেও ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব চেলসি অনায়াস জয় তুলে নিয়েছে এফসি সালসবার্গের বিপক্ষে। সালসবার্গের মাঠে গিয়ে বল্জুরা জিতেছে ২-১ গোলের ব্যবধানে। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে চেলসি।