ইংলিশ প্রিমিয়ার লিগে গেল রাতের ম্যাচে লেস্টার সিটির সাথে ১-১ গোলে ড্র করেছে চেলসি।
চেলসি-লেস্টার ম্যাচটা ছিল ব্লুদের ঘরের মাঠ স্ট্যাম্ফোর্ড ব্রিজে। যদিও হোম ম্যাচে শুরুতেই একটা গোল খেয়ে বসে ব্লুরা। ইংলিশ অ্যাটাকার জেমস মেডিসনের স্কোরে লিড পায় লেস্টার সিটি। যদিও ম্যাচের ফাস্ট হাফেই সমতায় ফেরে ব্লুরা। স্প্যানিশ লেফ্টব্যাক মার্কোস আলোনসো ম্যাচে ফেরান দলকে।
পুরো ম্যাচে ডমিনেট করেও জয় তুলতে পারেনি চেলসি এফসি। নির্ধারিত সময়ে চেলসির ২০টা শটের বিপরীতে লেস্টার শট নিয়েছে মোটে ২টা। ম্যাচের বলের দখলেও চেলসি ছিল যোজন ব্যবধানে এগিয়ে। ড্র হলেও কোন ক্ষতি হয়নি টমাস টুখেলের দলের। লিগে ৩৭ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে ওরা আছে তিন নম্বরে।
জিততে না পারলেও খুব বেশি ক্ষতি হয়নি ব্লুদের। বাকি এক ম্যাচ, এক পয়েন্ট পাওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে টমাস টুখেলের দলের।