মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ আমরা গাজায় পরিণত হতে চাই না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজযাত্রীদের জন্য ‘লাব্বায়েক’ অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত আইনজীবীদের কাছে চড়-থাপ্পড় খেলেন সাবেক আইনমন্ত্রী বজ্রপাতে পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু লন্ডন ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের আহ্বান, পাকিস্তানের প্রতি সমর্থন চীনের শুধু সংস্কার নয় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে: আলী রীয়াজ ঐকমত্যে আসা সংস্কার বর্তমান সরকারকে বাস্তবায়ন করতে হবে : নূর তরুণদের নিয়ে যুবদল-ছাত্রদলের ৪ বিভাগে বৃহত্তর কর্মসূচি যে কোন সময় পাকিস্তানে হামলা করবে ভারত : নিউইয়র্ক টাইমস ইশরাকের গেজেট প্রকাশের আগে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ৫৪ জন নিহত ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া

ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’

স্পোর্টস ডেস্ক
আপডেট : এপ্রিল ১, ২০২৫
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর 'ঢাকা ব্যাংক'

আরো ছয় বছরের জন্য জাতীয় নারী ফুটবল দলের স্পন্সর হবে ঢাকা ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। আর জুনে ৩২ দল নিয়ে নারীদের বিভাগীয় লিগ করার পরিকল্পনা ফেডারেশনের।

তাবিথ আউয়াল নেতৃত্বাধীন বাফুফে কমিটির বয়স প্রায় পাঁচ মাস। এর মধ্যে কিট স্পন্সর ছাড়াও জাতীয় পুরুষ ফুটবল দলের জন্য পৃষ্ঠপোষক পেয়েছে ফেডারেশন। এবার নারী ফুটবলের স্পন্সর প্রসঙ্গে সুখবর দিল বাফুফে। সংস্থাটির সহ-সভাপতি ফাহাদ করিম জানালেন, আবারও স্পন্সর হতে যাচ্ছে ঢাকা ব্যাংক।

ফাহাদ করিম বলেন, ‘নারীদের স্পন্সর পার্টনার দীর্ঘদিন ধরে, ছয় বছর হলে ছিল, সেটাও আমরা রিনিউ করছি। চূড়ান্তই বলা যায়। ঈদের পর ঘোষণা করবো আরও ছয় বছরের জন্য।’

কাজী সালাউদ্দিন আমলে নারীদের ফুটবল লিগ ছিল অনিয়মিত। বাফুফের বর্তমান কমিটির আমলেও চলতি বছর লিগের দিনক্ষণ ঠিক হয়নি। তবে জুন মাসে নারীদের নিয়ে বিভাগীয় লিগ আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। যেখানে দল থাকবে ৩২টি।

ফাহাদ করিম বলেন, ‘আমাদের প্রাথমিক পরিকল্পনা আমরা আটটি বিভাগে চারটি করে ক্লাব থাকবে। সবমিলে ৩২ ক্লাব, এই আটটি বিভাগের ভেন্যুগুলোতে তারা নিজেরা প্রতিদিন দু’টি করে খেলা খেলবে। অর্থাৎ ছয়টি করে খেলা হবে। প্রতিটি টিম তিনটা দিনটা ছয়টি করে খেলবে। এই খেলাগুলো হওয়ার পর আটটি বিভাগ থেকে যারা চ্যাম্পিয়ন হবে আমরা তাদের একটা কমন ভেন্যুতে নিয়ে আসবো। সেটা যেকোনো জায়গায় হতে পারে। সেখানে ওদের মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। এটা নিয়ে প্রাথমিকভাবে আমাদের তিন মাসেব্যাপী পরিকল্পনা আছে।’

বিভাগীয় লিগে অবশ্য জাতীয় দলের খেলোয়াড়রা থাকছেন না, তা প্রায় নিশ্চিত। কারণ হিসেবে বাফুফে কর্তা বলছেন, আন্তর্জাতিক ব্যস্ততার কথা।

ফাহাদ করিম বলেন, ‘নারী দলের ক্যালেন্ডার সম্পূর্ণ পূর্ণ। এটাকে আমরা মূলত ব্যবহার করতে চাই আমাদের মেয়েদের ট্যালেন্ট হান্টের জন্য।’

আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই। ইতোমধ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে। স্বাগতিক মিয়ানমার ছাড়াও বাংলাদেশকে লড়তে হবে বাহরাইন ও তুর্কমেনিস্তানের সাথে। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোকে সামনে রেখে ঈদের পর ক্যাম্প শুরু হবে সাফজয়ীদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ