মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ফের তিন দিনের রিমান্ডে মেনন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬ শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা নতুন টি-টেন লিগে ডাক পেলেন সাকিব-তামিম

ছিটমহল বিনিময়ের ৭ বছর আজ

লালমনিরহাট সংবাদদাতা
আপডেট : আগস্ট ১, ২০২২
ছিটমহল বিনিময়ের ৭ বছর আজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের পর গেলো সাত বছরে বদলে গেছে সেখানকার মানুষের জীবনযাত্রা । সরকারের বিভিন্ন প্রকল্পের ফলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ছিটমহলবাসী অগ্রাধিকার ভিত্তিতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া আশ্রায়ণ প্রকল্পের সেমি পাকা ঘর। নাগরিক সেবার পাশাপাশি নানা সুবিধা পেয়ে উচ্ছ্বসিত বিলুপ্ত ছিটমহলের মানুষ।

২০১৫ সালের ৩১শে জুলাই বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল বিনিময় হয়। দু-দেশের মধ্যে ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী, ১১১টি ছিটমহল যুক্ত হয় বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে। এরফলে দীর্ঘ ৬৮ বছর পর নাগরিক পরিচয় পান ছিটমহলের বাসিন্দারা। বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকৃতি পান তারা।

তারপর থেকে ছিটমহলবাসীর জীবনমান উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য ও শিক্ষাসহ নানা উন্নয়ন কাজ করে সরকার। ফলে এই সাত বছরে এসব এলাকার আর্থসামাজিক দৃশ্যপট বদলে গেছে। অন্যান্য উন্নয়নের পাশাপাশি দেয়া হয়েছে আশ্রায়ণ প্রকল্পের ঘরও।

বিলুপ্ত ছিটমহলের হতদরিদ্ররা অগ্রাধিকার ভিত্তিতে অশ্রায়ণ প্রকল্পের ঘর পাওয়ায় এখন স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছেন।

চলতি বছরে লালমনিরহাটে ৩হাজার ৭৭টি পরিবারকে আশ্রায়ণ প্রকল্পের ঘর দেয়া হয়েছে। পিছিয়ে পড়া বিলুপ্ত ছিটমহলবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে ঘর দেয়া হচ্ছে বলে জানালেন, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। লালমনিরহাট জেলায় ৫৯টি বিলুপ্ত ছিটমহলে সাড়ে ৮ হাজার পরিবার রয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ