ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে সাধারণ মানুষ। বিভাগ ও জেলা শহরের বাস স্ট্যান্ডগুলোতে দেখা গেছে ভিড়। তবে সময় মতো বাস ছাড়লেও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের অনেকের।
যাত্রীরা জানান, দু’দিন পর ঢাকায় ফেরার সময় যাত্রীদের অনেক চাপ থাকবে। তাই দুর্ভোগবিহীন ও নিরাপদে কর্মস্থলে পৌঁছাতেই আগে থেকেই এই যাত্রা।
বেসরকারি সংস্থায় চাকুরি করা সজীব হোসেন জানান, আমার ছুটি আরও আছে। তারপরও পরিবার নিয়ে একটু ভালো ভাবে যাবো এজন্য আগেই চলে এসেছি। আমার বাড়ী সাতক্ষীরা যাবো গাজীপুরে।
অন্যদিকে বাংলাবাজার ও দৌলতদিয়া ঘাট এলাকাতেও বেড়েছে যাত্রী ও বাসের চাপ। লঞ্চ ও স্পিডবোটেও ভিড় বেড়েছে। এখন পর্যন্ত অস্বস্তি কিংবা দুর্ভোগের কোন চিত্র মেলেনি। মানুষের চাপ বাড়ছে দৌলতদিয়া ফেরি ঘাটেও। একই সঙ্গে বাড়ছে যানবাহনের চাপ। তবে ফেরি পারাপারে এখনো কোন দুর্ভোগ সৃষ্টি হয়নি। কর্মস্থলে ফেরা মানুষ অনেকটা নির্বিঘ্নে লঞ্চ ও ফেরি পার হতে পারছেন।
এ বছর ২৯ ও ৩০ এপ্রিল ছিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার ছিল মে দিবসের সরকারি ছুটি। ২, ৩ ও ৪ মে যথাক্রমে সোম, মঙ্গল ও বুধবার ছিল ঈদের ছুটি।