বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শপথ গ্রহণের পরই ভারতসহ ১১ দেশকে ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি’ ‘২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না বিএনপি’ সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দিবিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে’ বিপিএল ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে তাসকিনের ভাবনা ব্যর্থতা নিয়ে হোয়াইট হাউস ছাড়লেন জো বাইডেন জনগণ রায় দেবে আ. লীগের রাজনীতির অধিকার আছে কিনা: জামায়াতের আমির ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ সিনিয়র ৪ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প, হাজারো কর্মকর্তাকে হুমকি ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করল সরকার নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব: বদিউল আলম

ছোট বেলায় অনেক মজা পেতাম : ‌ফারিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৫, ২০২২

ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিনের অভিনয়ের সুবাদে নতুন পরিচয় তৈরি হয়েছে। সবাই তাকে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর ‘অন্তরা’ হিসেবেই বেশি চেনে। এবারের ঈদ পরিবারের সঙ্গেই কাটছে। তবে ঈদে আগের মতো তেমন উত্তেজনা কাজ করে না বলে জানিয়েছেন তিনি।

ফারিয়া শাহরিন বলেন, ‘ঈদে এখন আর আগের মতো এক্সসাইটমেন্ট কাজ করে না। ঈদ উৎসব আসে বলেই উদযাপন করা। ছোট বেলার ঈদটাই বেশি মজার ছিল। তখন নতুন কাপড় নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা, কারটা বেশি সুন্দর, কারটা বেশি আকর্ষণীয়-এই নিয়ে চলত মিষ্টি-মধুর বিতর্ক! আবার নতুন পোশাক লুকিয়ে রাখা- সেসব দিনগুলো বেশি মজার ছিল।’

ফারিয়া শাহরিন আরো জানান, যখন তৃতীয় শ্রেণিতে পড়ি ওই সময়ের ঈদে তার মায়ের হাতে মার খেয়েছি। তখন আমার মনে হয়েছিল যে ওই ঈদে বড় বোনের জামা বেশি সুন্দর ছিল! এ জন্য বোনের জামাটাই আমার লাগবে এমন বায়না ধরে প্রচুর কান্নাকাটি করেছিলাম। আর এমন জেদের কারণেই মার খেয়েছি।

ঈদে মায়ের হাতের পোলাওয়ের সঙ্গে গরুর মাংস প্রিয় ফারিয়া শাহরিনের। তবে নিজে তেমন রান্না না করতে পারায় বিশেষ দিনেও রান্নায় হাত লাগান না এই তারকা অভিনেত্রী।

ঈদের কেনাকাটার বিষয়ে ফারিয়া শাহরিন জানান, এবার ঈদে তার নিজের জন্য মোটামুটি কেনাকাটা করেছেন। তবে অন্যদের জন্য বেশি পরিমাণে ঈদের উপহার কিনেছেন তিনি।

এদিকে এবারের ঈদের আলোচিত নাটক ‘জমজ’-এর নতুন পর্বে রয়েছেন ফারিয়া শাহরিন। এতে তিনি অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে। এছাড়াও ওসমান মিরাজের ‘সংসারের চাবি’, সাগর জাহানের ‘টিক্কা’সহ একাধিক নাটক রয়েছে তার।


এ বিভাগের অন্যান্য সংবাদ