মসজিদে নববীর রওজা শরিফে আগামী ছয় দিনের জন্য সফর ও প্রবেশ স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে মঙ্গলবার (৩ মে) পর্যন্ত ছয় দিনের জন্য এই সফর ও প্রবেশ স্থগিত করা হয়েছে। খবর সৌদি গেজেটের।
দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির অধীনে এজেন্সি ফর দ্য প্রফেট’স মস্ক অ্যাফেয়ার্স এই ঘোষণা দিয়েছে।
রমজানের বিশেষ রাতের তারাবির নামাজের জন্য এবং পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে এবং সেইসঙ্গে ঈদুল ফিতরের নামাজের জন্য কিয়াম আল-লাইলের জন্য মসজিদে নববীতে প্রত্যাশিত বিপুল ভিজিটর ও নামাজিদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দর্শনার্থী এবং নামাজিদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।