শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

জকোভিচের দারুণ জয়, আলকারাজও দ্বিতীয় রাউন্ডে

স্পোর্টস ডেস্ক
আপডেট : জানুয়ারি ১৪, ২০২৫
জকোভিচের দারুণ জয়, আলকারাজও দ্বিতীয় রাউন্ডে

বছরের প্রথম গ্র‍্যান্ড স্লামে মাঠে নেমে প্রথম সেটেই তিক্ত অভিজ্ঞতার শিকার হন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম সেটে হেরে যান ভারতীয় বংশোদ্ভূত নিশেষ বাসবরেড্ডির কাছে। তবে হেরে গিয়েও দমে যাননি। পরের তিন সেটে তিনি দেখান দারুণ পারফর্ম। ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন জকোভিচ।

শুধু জকোভিচ নয় দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারও। কিন্তু প্রথম রাউন্ড থেকেই বাদ আরেক টেনিস তারকা স্টেফানোস।

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী নিশেষ বাসাবরেড্ডির বিপক্ষে মেলবোর্ন পার্কে ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-২ গেমে জেতেন পুরুষ এককে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আগে থেকেই জোকোভিচের দখলে। এবার এখানে ১১তম ট্রফির অভিযানে নেমেছেন তিনি। এই আসরে জিতলে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড একার করে নেবেন সার্বিয়ান তারকা।

অন্যদিকে স্প্যানিশ তারকা আলকারাজ় স্ট্রেট সেটে হারিয়েছেন আলেকাজ়ান্ডার শেভচেঙ্কোকে। প্রথম সেটে তিন জিতেছেন ৬-১, ৭-৫, ৬-১ গেমে। এক নম্বর বাছাই সিনার ৭-৬, ৭-৬, ৬-১ হারিয়েছেন নিকোলাস জারিকে। তবে প্রথম দু’টি সেটই তাঁকে জিততে হয়েছে টাইব্রেকারে। ডোপিং বিতর্কের পর প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন তিনি।

প্রথম সেটে অঘটন ঘটেছে গ্রিস তারকা স্টেফানোস সিতসিফাসের ক্ষেত্রে। ২০২৩ সালের ফাইনালিস্টকে ৭-৫, ৩-৬, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের আলেক্স মিকেলসেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ