বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্য গোপন করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া তথ্য এখন জাতীয় নিরাপত্তার কৌশলগত অস্ত্র: পরিবেশ উপদেষ্টা আনিসুল হক-মোশাররফ হোসেন রিমান্ডে আসছে সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী ‘দখল-চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়, লক্ষ্য রাখবেন’ গণতন্ত্রের জন্য অবাধ-সুষ্ঠু নির্বাচন জরুরি: রিজভী ‘এসএসএফকে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে’ আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের বিরল রেকর্ড আর কাউকে হারাতে পারছে না ইন্তের মিলানো মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে নজিরবিহীন হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে : ইসরাইল ‘সন্ত্রাসী ইহুদিবাদীদের’ কঠিন জবাব দেবে ইরান: খামেনি ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদে ট্রাম্পের বৈঠক: হোয়াইট হাউস

জনগণই পদ্মা সেতু নির্মাণের শক্তি যুগিয়েছে- প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৬, ২০২২
জনগণই পদ্মা সেতু নির্মাণের শক্তি যুগিয়েছে- প্রধানমন্ত্রী

দেশের মানুষের অভূতপূর্ব সাড়া ও সমর্থন পদ্মাসেতু করার শক্তি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেতু উদ্বোধনের দিনে দেশজুড়ে উৎসব করার আহ্বানও জানিয়েছন প্রধানমন্ত্রী।

আজ (বৃহস্পতিবার) সকালে রংপুর ও গোপালগঞ্জে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে এসব বলেন শেখ হাসিনা। সরকার দেশটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য রংপুরে পল্লী জনপদ নামে স্বল্প মূল্যের আবাসিক ফ্ল্যাট নির্মাণ করেছে সরকার। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বাপার্ড গড়ে তোলা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই দু’টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলে থাকা মানুষের ভাগ্য উন্নয়নেই কাজ করছে সরকার। গ্রামের মানুষ যেন শহরের সব ধরনের আধুনিক সুযোগসুবিধা পায় সেলক্ষ্যেই পরিকল্পিতভাবে দেশটাকে গড়ে তোলার কাজ করছে সরকার। দক্ষিণাঞ্চলের মানুষ সবসময়ই অবহেলিত ছিলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু হলে এই অঞ্চলের মানুষের আর কোন কষ্ট থাকবে না।

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি দেশের জন্য বিরাট অর্জন জানিয়ে প্রধানমন্ত্রী সারাদেশে উৎসব করার আহ্বানও জানিয়েছেন। সরকারের ধারাবাহিকতা ছিলো বলেই দেশের উন্নয়ন এখন দৃশ্যমান হচ্ছে। সেই সাথে মানুষের জীবনমান উন্নত হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ বিভাগের অন্যান্য সংবাদ