যুক্তরাষ্ট্রের জনগণকে উত্তেজিক না হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
বার্তা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বাইডেন এই বক্তৃতা দেন। সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ের পর হতাশ সমর্থকদের তিনি সান্ত্বনা দিয়ে বলেন, ‘বিপর্যয় অনিবার্য ছিল। তবে হাল ছেড়ে দেওয়া চলবে না। হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। নির্বাচনে হেরেছি মানে এই নয় যে, আমরা পরাজিত।’
বাইডেন বলেন, ‘আমার বাবা বলতেন, কোনো এক পদ থেকে আমরা ছিটকে পড়তেই পারি, কিন্তু আমাদের চরিত্রের বৈশিষ্ট্য হলো আমরা কত দ্রুত সেই জায়গা থেকে উঠে আসতে পারি। পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত, আমাদের স্বপ্নের আমেরিকা আমাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে।’
বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্র্যাটদের পরাজয় মেনে নিয়ে বলেন, ‘মঙ্গলবারের নির্বাচন মার্কিন নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা ও স্বচ্ছতা প্রমাণ করেছে। এই নির্বাচন সুশৃঙ্খলবারে ক্ষমতা হস্তান্তরেরও প্রতিশ্রুতি দেয়।’ তবে এর আগে ২০২০ সালের নির্বাচনের সময় যখন তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রায় হেরে যাচ্ছিলেন, তখন সেই পরাজয় না মানার ঘোষণা দিয়েছিলেন। এবার অবশ্য পরাজয় স্বীকার করে নিলেন।
বাইডেন তাঁর ভাষণে বলেন, ‘ডেমোক্র্যাটরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। গণতন্ত্রে জনগণের ইচ্ছাই শেষ কথা।’
এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘গতকাল আমি নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে আমি তাঁকে আশ্বস্ত করেছি।’
গতকাল হেরে যাওয়া ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও কথা বলেছেন জো বাইডেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সঙ্গেও কথা বলেছি। তিনি একজন জনসেবক। তিনি তার পুরো হৃদয় দিয়ে এই নির্বাচনে জয়ের জন্য চেষ্টা করেছেন। তিনি ও তাঁর পুরো দল গর্বিত হওয়া উচিত। দেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি।’