মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বান বাইডেনের

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : নভেম্বর ৮, ২০২৪
আমিই সবচেয়ে যোগ্য, সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না : বাইডেন

যুক্তরাষ্ট্রের জনগণকে উত্তেজিক না হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

বার্তা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বাইডেন এই বক্তৃতা দেন। সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ের পর হতাশ সমর্থকদের তিনি সান্ত্বনা দিয়ে বলেন, ‘বিপর্যয় অনিবার্য ছিল। তবে হাল ছেড়ে দেওয়া চলবে না। হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। নির্বাচনে হেরেছি মানে এই নয় যে, আমরা পরাজিত।’

বাইডেন বলেন, ‘আমার বাবা বলতেন, কোনো এক পদ থেকে আমরা ছিটকে পড়তেই পারি, কিন্তু আমাদের চরিত্রের বৈশিষ্ট্য হলো আমরা কত দ্রুত সেই জায়গা থেকে উঠে আসতে পারি। পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত, আমাদের স্বপ্নের আমেরিকা আমাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে।’

বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্র্যাটদের পরাজয় মেনে নিয়ে বলেন, ‘মঙ্গলবারের নির্বাচন মার্কিন নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা ও স্বচ্ছতা প্রমাণ করেছে। এই নির্বাচন সুশৃঙ্খলবারে ক্ষমতা হস্তান্তরেরও প্রতিশ্রুতি দেয়।’ তবে এর আগে ২০২০ সালের নির্বাচনের সময় যখন তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রায় হেরে যাচ্ছিলেন, তখন সেই পরাজয় না মানার ঘোষণা দিয়েছিলেন। এবার অবশ্য পরাজয় স্বীকার করে নিলেন।

বাইডেন তাঁর ভাষণে বলেন, ‘ডেমোক্র্যাটরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। গণতন্ত্রে জনগণের ইচ্ছাই শেষ কথা।’

এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘গতকাল আমি নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে আমি তাঁকে আশ্বস্ত করেছি।’

গতকাল হেরে যাওয়া ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও কথা বলেছেন জো বাইডেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সঙ্গেও কথা বলেছি। তিনি একজন জনসেবক। তিনি তার পুরো হৃদয় দিয়ে এই নির্বাচনে জয়ের জন্য চেষ্টা করেছেন। তিনি ও তাঁর পুরো দল গর্বিত হওয়া উচিত। দেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি।’


এ বিভাগের অন্যান্য সংবাদ