শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন আয়োজনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস

জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে : এ্যানি

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২২, ২০২২
জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে : এ্যানি

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী। অবৈধভাবে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এ সরকার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আয়নাঘর করে মানুষকে গুম করেছে। আয়নাঘর বন্ধ করে দিতে হবে। পার্লামেন্ট ভেঙে দাও, সরকারের পতন ঘটাও। জনগণ জেগে উঠেছে। জনগণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে।

আজ শনিবার দুপুরে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে দুপুর একটায়। সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সিনিয়র নেতারা।

বিভাগীয় এই সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির হাজার হাজার নেতাকর্মী। এদিকে গতকাল শুক্রবার রাত থেকেই স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, জাতীয় পতাকাসহ স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে বিএনপির নেতাকর্মীরা। নগরীর পাওয়ার হাউজ মোড়, রেলস্টেশন এলাকায় মিলিত হয়ে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন তারা। গণসমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই ১০টার দিকে খুলনা পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে সিকিউরিটি ক্যামেরা বসানো হচ্ছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি থাকবে। পাশাপাশি সমাবেশের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে ৪০০ স্বেচ্ছাসেবক।


এ বিভাগের অন্যান্য সংবাদ