জনবিচ্ছিন্ন উন্নয়ন মানুষ চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
বুধবার বিকেলে রংপুর ও লালমনিরহাটে পাঁচ দিনের সফরে এসে রংপুর নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের স্কাই ভিউতে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রেশনিং সিস্টেম চালু করলে মানুষ বাঁচবে। হাজার ও লক্ষ কোটি টাকার প্রজেক্ট বাদ দিয়ে সেই টাকা দিয়ে মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রয়োজন। যেগুলো চুক্তি করা হচ্ছে তা দেশের জনগণের বিরোধী। তিনি সরকারকে এগুলো থেকে বেরিয়ে এসে জনগণের কথা চিন্তা করার দাবি জানান।