চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলায় কুমিল্লার শাহজালাল বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের জীবন বলী। আজ সোমবার (২৫শে এপ্রিল) বিকেলে বন্দর নগরীর জেলা পরিষদ চত্বরে ঢোলের তালে তালে শুরু হয় জব্বারের এই বলী খেলা। যা উপভোগ করতে ভীড় করেন হাজারো মানুষ।
১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম নগরীর বদরপতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার আয়োজন করেন। যা জব্বারের বলিখেলা নামে দেশজুড়ে পরিচিত। গত দুই বছর করোনা অতিমারীর কারণে খেলা না হলেও এবার ঐতিহ্যবাহী বলী খেলার ১১৩ তম আসরে সারাদেশ থেকে আসা ১৬ থেকে ৬০ বছর বয়সী ১০০ জন বলী অংশ নেন।
প্রথম রাউন্ড ও সেমিফাইনাল শেষে ফাইনালে ওঠেন কক্সবাজারের চকরিয়ার জীবন বলী ও কুমিল্লার শাহজালাল বলী। ফাইনালে শাহজালাল বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জীবন বলী।
বৈশাখের তীব্র তাপদাহকে উপেক্ষা করে বলী খেলা উপভোগ করেন দর্শনার্থীরা। একই সাথে উচ্ছ¡সিত অংশ নেয়া বলীরাও।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ বলীর হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
শত বছরের এই প্রাচীন বলী খেলা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।