শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান: এখনো শেষ হয়নি কোনো মামলার তদন্ত মার্কিন পণ্যে চীনের শুল্কছাড়ের খবরে কমলো স্বর্ণের দাম দেশে স্বর্ণের বিক্রি কমেছে ৫০-৬০ শতাংশ ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল: দেশে আমদানি-রপ্তানিতে নতুন সম্ভাবনা পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৮৪ ফিলিস্তিনি নিহত গাজার মানুষ দুর্ভোগে আছে, নেতানিয়াহুকে ট্রাম্প আইপিএলে ফিক্সিংয়ের ভিডিও ফাঁস করলেন পাকিস্তানি ক্রিকেটার আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে: রিজভী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির বিরুদ্ধে যে ক্ষোভ ঝাড়লেন তামিম বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই: রুহুল কুদ্দুস দুলু ইনজুরিতে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ ‘তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের দেশ বানাতে চাই’

জমে উঠেছে টাকার বাজার

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১, ২০২২

ঈদ উপলক্ষে নতুন টাকার বাজার জমে উঠেছে। ঈদের আগে আগে বেড়ে যায় নতুন টাকার চাহিদা। ঝকঝকে চকচকে বিভিন্ন অঙ্কের নোট কিনতে সাধারণ মানুষ ঢাকার গুলিস্তানে ভিড় করেন। কেননা নতুন টাকা ছোটদের ঈদি পাওয়ার আনন্দ অনেকটাই বাড়িয়ে দেয়। ছোটদের মুখে হাসি ফোটাতেই বড়রা কিনছেন দুই টাকা থেকে শুরু করে ১০০ টাকার টাকার বান্ডিল। টাকা ব্যবসায়ীরা নানা অঙ্কের নতুন নোটের পসরা সাজিয়ে বসেন। সারা দিন চলে বেচাকেনা।

ঈদের অন্যতম আকর্ষণ সালামি। সব বয়সের মানুষের কাছেই ঈদের সালামি দেওয়া নেওয়ার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মজাই আলাদা। আর এই ঈদের সালামি যদি হয় একেবারে নতুন চকচকে নোটে, তাহলে কেমন হয়?

সালামির জন্যে ঈদের আগে বাজারে নতুন নোটের চাহিদা বাড়ে সর্বত্র। ব্যাংকগুলাো বাজারে আনে নতুন নোট।

তবে ব্যাংক থেকে নতুন টাকা নিতে পারেন না অনেকেই। তবে অস্থায়ী টাকার দোকানে বিক্রি হতে দেখা যায় নতুন নোট।

ঈদে সালামি দেওয়ার জন্য নতুন টাকা টাকা দিয়ে কেনেন অনেকেই।

এসব দোকানে ২ টাকার বান্ডিল ৩শ টাকা, ১০ টাকার বান্ডিল ১ হাজার ১৫০ টাকা, ২০ টাকার বান্ডিল ২ হাজার ২৫০ টাকা, ১০০ টাকার বান্ডিল ১০ হাজার ১০০ টাকা।

তবে, বাজারে ছিল না ৫ টাকা ও ৫০ টাকার বান্ডিল। ঈদ ঘনিয়ে আসার আগে আগে এসব নোটের বান্ডিলও পাওয়া যাবে বলে জানান দোকানিরা।

ফলপট্টি এলাকার অস্থায়ী টাকার দোকানি রহিম মুন্সী জানান, প্রতিবছরই ঈদের সময় নতুন টাকার বেশ চাহিদা থাকে। এবারও চাহিদা রয়েছে। কিছু নোট এখন বাজারে অপর্যাপ্ত রয়েছে। তবে তা ঈদের আগে চলে আসবে।

ক্রেতা ওবায়দুল্লাহ জানান, ব্যাংকে চাইলেও টাকা পাওয়া যায় না। বড় বড় ব্যবসায়ীরা আগেই টাকা নিয়ে যায়। ঈদে তো বাচ্চারা নতুন টাকা সালামি চায়। নতুন টাকা পেলে খুশি হয়। তাই গ্রামে যাওয়ার আগে নতুন টাকা নিয়ে যাই। দেড় দুইশ টাকা বেশি দিয়ে টাকা কিনে নিয়ে যাচ্ছি। বাচ্চাদেরই তো ঈদ তাদের খুশিতে আমাদের খুশি।


এ বিভাগের অন্যান্য সংবাদ