আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর তিন সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ শনিবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৪ আগস্ট) জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কুলগাম বনাঞ্চলে সন্ত্রাসীদের লুকিয়ে থাকার গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অবস্থানটি ঘেরাও করে অনুসন্ধান অভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল।
একপর্যায়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ভারতীয় ৩ সেনা গুরুতর আহত। পরে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এক টুইট বার্তায় ভারতীয় সেনাবাহিনীর ১৫ কোর জানিয়েছে, ওই এলাকায় এখনও অভিযান চলছে। তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।