মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫ বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায় ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের

জাতীয় দলের ক্রিকেটারেরা যেখানে ঈদ করবেন

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২, ২০২২

ক্রিকেটের ব্যস্ততার কারণে অনেক উৎসবেই পরিবার ছেড়ে দূরে থাকতে হয় ক্রিকেটারদের। তবে, এবার তেমনটি হচ্ছে না। খেলাধুলা নিয়ে কোনো ব্যস্ততা না থাকায় এবার নিজ নিজ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা।

আগামীকাল মঙ্গলবার ইসলাম ধর্মাবলম্বীদের আনন্দময় ও অন্যতম উৎসব ঈদুল ফিতর। বিশেষ দিনে শুধু মুস্তাফিজুর রহমান এবং দুই নারী ক্রিকেটার ছাড়া সব ক্রিকেটারই ঈদ করবেন পরিবারের সঙ্গে।

আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে অংশ নিয়েছেন মুস্তাফিজ। টুর্নামেন্ট চলমান থাকায় ভারতেই ঈদ করতে হচ্ছে কাটার মাস্টারকে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বায়ো-বাবলেই ঈদ পালন করতে হবে তাঁকে। অবশ্য স্ত্রী সামিয়া পারভীন শিমুকেও সঙ্গে নিয়েছেন তিনি। তাই, স্ত্রী ও টিমমেটদের সঙ্গে ঈদ পালন করা হবে তাঁর।

বাকি দুই নারী ক্রিকেটার—জাহানারা আলম ও রুমানা আহমেদ গেছেন দুবাইয়ে একটি টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে। বাকি ক্রিকেটারেরা ঈদ করবেন পরিবারের সঙ্গেই।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ঈদ করবেন ঢাকায়। পরিবারের সঙ্গেই আছেন বাঁহাতি এ ওপেনার। সংক্ষিপ্ত ফরম্যাটের আরেক অধিনায়ক মাহমুদউল্লাহ ঈদ করবেন নিজ বাড়ি ময়মনসিংহে। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও ঈদ করবেন গ্রামের বাড়িতে। জাতীয় লিগ শেষে তিনিও স্ত্রীকে নিয়ে ছুটেছেন নিজ জেলা কক্সবাজারে।

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও ঈদ করবেন নিজ বাড়িতে। বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ করবেন মুশফিক। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদ করবেন সাকিব আল হাসানও।

পেসার তাসকিন আহমেদ ঈদ করছেন ঢাকায়। কয়েকদিন আগে মেয়ের বাবা হওয়া তাসকিনের ঢাকারই ছেলে। আর, পরিবারের সঙ্গেই থাকেন এ তারকা পেসার।

তরুণ ওপেনার নাঈম শেখও ঈদ করবেন নিজ বাড়ি ফরিদপুরে। স্পিনার নাসুম আহমেদও চলে গেছেন সিলেটে পরিবারের সঙ্গে ঈদ করতে। তাইজুল ইসলাম গেছেন নিজ বাড়ি রাজশাহীতে।

পরিবার নিয়ে ঈদ কাটাতে বাড়ি ছুটেছেন মেহেদী হাসান মিরাজ। স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে বরিশাল গেছেন তিনি। সেখানে পৌঁছে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নদীতীরের কয়েকটি ছবিও পোস্ট করেছেন।

এ ছাড়া ইমরুল কায়েস ঈদ করবেন ঢাকায়। পেসার রুবেল হোসেন ঈদ করবেন নিজের এলাকা বাগেরহাটে। পরিবার নিয়ে গ্রামের বাড়ি খুলনায় ছুটেছেন নুরুল হাসান সোহানও।

এদিকে, ঈদের ছুটি কাজে লাগাচ্ছেন লিটন দাস ও সৌম্য সরকারও। এ ছুটিতে সস্ত্রীক দেশের বাইরে ঘুরতে গেছেন তাঁরা। স্ত্রী সঞ্চিতাকে নিয়ে মালদ্বীপে ঘুরতে গেছেন লিটন দাস। সৌম্য সরকারও উড়াল দিয়েছেন স্ত্রী পূজা দেবনাথকে নিয়ে।

ঈদের পরে অবশ্য বেশিদিন ছুটিতে থাকার উপায় নেই ক্রিকেটারদের। কারণ, ঈদের কয়েকদিন পরেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তাই, ৮ তারিখের মধ্যেই ক্রিকেটারদের উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে।


এ বিভাগের অন্যান্য সংবাদ