বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম পুতুল, টিউলিপসহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর করার সুপারিশ ‘দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না’ সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা বা‌হিনীর যারা বাড়াবাড়ি করেছে তাদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বদানে অগ্নিপরীক্ষার সামনে ডোনাল্ড ট্রাম্প উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন বদলি তারকার গোলে লিভারপুলের ড্র দুই গোলে এগিয়ে থেকেও জয়হীন ম্যানসিটি ছাগলকাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ‘ডেসটিনির এমডি রফিকুলের মুক্তিতে বাঁধা থাকছে না’ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেকসহ সব আসামি খালাস

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৮, ২০২২
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়নের পর তাকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকারের নাম আহ্বান করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরিপ্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর নাম প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। তাতে সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

শিরীন শারমিন চৌধুরী বলেন, নির্বাচিত হলে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন মাননীয় সংসদ সদস্য শামসুল হক টুকু। ইতোমধ্যে তিনি এ কথা জানিয়েছেন।

প্রস্তাব তোলা হলে সেটি ভোটে দেন স্পিকার। পরে তা কণ্ঠভোটে পাস হয়। স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে সেসময় সংসদের অধিবেশন থাকলে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে।

আর অধিবেশন না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। ফলে এদিন কার্যাবলীর শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হয়।

২০০৯, ২০১৪ ও সবশেষ ২০১৮ সালে জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুল হক টুকু। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এ রাজনীতিক।

গত ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মারা যান। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। এতে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ শূন্য হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ