জাতীয় সরকার ভাঁওতাবাজি : হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপিসহ কেউ কেউ জাতীয় সরকারের কথা বলছে। এটা ভাঁওতাবাজি। এই ভাঁওতাবাজি মানুষ বিশ্বাস করে না। কার নেতৃত্বে জাতীয় সরকার হবে? আপনাদের দুজন নেতাই দন্ডিত অপরাধী। মির্জা ফখরুল জাতীয় সরকার নিয়ে আশান্বিত হতে পারেন, দেশের মানুষ নয়।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি উদ্দেশ্যে হানিফ বলেন, ‘জনশক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, দক্ষ করা যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার যোগ্যতার এক দশমাংশ দেখানোর মতো কোন নেতা দেশে নেই। অন্যান্য দেশের নেতারাও এবিষয় স্বীকার করেন।’

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক, সদস্য সচিব হাবিবুর রহমান সিরাজ ও উপকমিটির সদস্যরা এ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

জাতীয় সরকার ভাঁওতাবাজি : হানিফ

আপডেট সময় : ০৯:৪২:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপিসহ কেউ কেউ জাতীয় সরকারের কথা বলছে। এটা ভাঁওতাবাজি। এই ভাঁওতাবাজি মানুষ বিশ্বাস করে না। কার নেতৃত্বে জাতীয় সরকার হবে? আপনাদের দুজন নেতাই দন্ডিত অপরাধী। মির্জা ফখরুল জাতীয় সরকার নিয়ে আশান্বিত হতে পারেন, দেশের মানুষ নয়।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি উদ্দেশ্যে হানিফ বলেন, ‘জনশক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, দক্ষ করা যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার যোগ্যতার এক দশমাংশ দেখানোর মতো কোন নেতা দেশে নেই। অন্যান্য দেশের নেতারাও এবিষয় স্বীকার করেন।’

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক, সদস্য সচিব হাবিবুর রহমান সিরাজ ও উপকমিটির সদস্যরা এ উপস্থিত ছিলেন ।