শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর নেই’ এবার মোদিকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প যারা হত্যা-লুটপাটে জড়িত নন, তাদের রাজনীতিতে বাধা নেই: রিজভী ঈদের আগেই ক্রেতাশূন্য বাজার, চালের সঙ্গে মুরগিও চড়া বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার গাজায় ৩ দিনে নিহত প্রায় ৬০০, চলছে স্থল অভিযান ইসরায়েলে হামাসের রকেট হামলা, তেল আবিবে সাইরেন এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর উত্তাল তুরস্ক বাড়ছে বিক্ষোভ, নিরাপত্তা প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

জানুয়ারিতে ২৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে: এমএসএফ

অনলাইন ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ২, ২০২৫
দেশে জুলাইয়ে ধর্ষণের শিকার ৭৩ জন নারী ও কন্যাশিশু

২০২৫ সালের জানুয়ারি মাসে ২৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। যা ২০২৪ সালের ডিসেম্বর মাসের তুলনায় ৩০টি বেশি। গত জানুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ৪২টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৫টি, ধর্ষণ ও হত্যা ২টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জানুয়ারি, ২০২৫’ এ তথ্য তুলে ধরা হয়েছে। গত ৩১ জানুয়ারি এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এর পক্ষ থেকে প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি মাসে ধর্ষণের শিকার ৪২ জনের মধ্যে ৯ জন শিশু, ৯ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৩ জন কিশোরী ও ১২ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ১ জন কিশোরী ও ১ জন নারী। ধর্ষণের চেষ্টা ১৬টি, যৌন হয়রানি ১৯টি, শারীরিক নির্যাতনের ৩৭টি ঘটনা ঘটেছে। এসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ১ জন নারী।

এছাড়া গতমাসে ১ জন শিশু, ২২ জন কিশোরী ও ২৩ জন নারীসহ মোট ৪৬ জন আত্মহত্যা করেছেন। গতমাসে অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু, ৩ জন কিশোরী ও ৪ জন নারী। অপরদিকে ৫ জন শিশু, ৩ জন কিশোরী ও ৩ জন নারী নিখোঁজ রয়েছেন। এছাড়া জানুয়ারি মাসে ২ জন শিশু, ২ জন কিশোরী ও ৪ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬২ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ৩৩ জন শিশু ও কিশোরী রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, পারিবারিক বিরোধ, যৌতুক, প্রেমঘটিত, হতাশা, পরীক্ষায় অকৃতকার্য হওয়া ও অভিমান ইত্যাদি কারণে এ হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা সংঘটিত হয়েছে। গতমাসে ২টি শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা সমাজপতিরা আপস করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত ছিল।


এ বিভাগের অন্যান্য সংবাদ